দুই ঘণ্টা বন্ধ ছিল ইজতেমার বিদ্যুৎ সরবরাহ

বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। সঞ্চালন লাইনের ত্রুটির কারণে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত ওই এলাকা বিদ্যুৎহীন ছিল।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে ডেসকো কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় বিকট শব্দে ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। এতে টঙ্গীতে ৩৩ কেভি সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে শিল্পনগরী টঙ্গীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ইজতেমা ময়দানসহ সমগ্র এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এ বিষয়ে ইজতেমা ময়দানে স্থাপিত ডেসকোর কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি। পরে দুই ঘণ্টা পর সকাল সোয়া ৯টার দিকে বিকল্প ব্যবস্থায় ইজতেমা ময়দানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।