টিইউসি নবম জাতীয় সম্মেলন
শ্রমিকদের মজুরি কমিশন গঠনসহ নয় দফা দাবি

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নবম জাতীয় সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়। ছবি : এনটিভি
নিম্নতম মজুরি নয় হাজার টাকা ধার্য, রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের মজুরি কমিশন গঠনসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলার নবম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় এ সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শ্রমিক নেতা আহসান উল্লাহ চৌধুরী। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সম্মেলনে বক্তব্য দেন টিইউসির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, তপন দত্ত ও ডা. ওয়াজেদুল ইসলাম। পরে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে চা-বাগান, পরিবহন, হোটেল, বেকারি, প্লাস্টিক, নির্মাণ, মৎস্যজীবী ইউনিয়ন, শিপ ব্রেকিংসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিক অংশ নেন।