আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দিনদুপুরে মানুষকে হত্যার চেষ্টা চালানো হচ্ছে।
সন্ত্রাসীদের হামলায় আহত রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে দেখতে আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি।
এদিকে, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী বৃহস্পতিবার রংপুর মহানগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয় পার্টি।
গত শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মহানগরীর মুন্সীপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ফেরার সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনার প্রতিবাদে আজ সকালে নগরীতে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।