বৃহস্পতিবার রংপুরে হরতাল

সন্ত্রাসীদের হামলায় আহত রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরের হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার শহরে বিক্ষোভ-মিছিল করে নেতাকর্মীরা।
সন্ত্রাসীদের হামলায় আহত মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসির হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী বৃহস্পতিবার রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয় পার্টি।
আজ রোববার সকালে জাতীয় পার্টির এক সমাবেশ থেকে এ হারতালের ডাক দেওয়া হয়।
গত শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মহানগরীর মুন্সীপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ফেরার সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। এদিকে ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে এস এম ইয়াসিরকে দেখতে আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।