চট্টগ্রামে দুই অধ্যক্ষের আপসারণ চায় ছাত্রলীগ

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সহযোগিতা করছে এমন অভিযোগ এনে চট্টগ্রামের দুটি সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়েছে ছাত্রলীগ। পাশাপাশি ওই দুটি প্রতিষ্ঠানের আরো ৪০ কর্মকর্তা-কর্মচারীর অপসারণও চেয়েছে সরকার সমর্থক এ ছাত্র সংগঠনের নেতারা।
আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম সরকারি কলেজের সামনের সড়কে এক সমাবেশ থেকে মহানগর ছাত্রলীগ এ দাবি জানায়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশ থেকে আট দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশ নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগ নেতা নুর মোস্তাফা টুনু বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সরকারি কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তার ও হাজী মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী প্রশাসন শিবির সমর্থিত। তাঁদের সহযোগিতায় শিবির প্রায় তিন যুগের বেশি সময় ধরে এ দুটি সরকারি কলেজে ঘাঁটি গেড়েছে।