বিএনপি স্বাধীনতার পক্ষের বড় শক্তি

বিএনপিকে স্বাধীনতার পক্ষের বড় শক্তি হিসেবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে বিএনপি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়।’
আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, যারা গণতন্ত্রকামী মানুষের ওপর রক্ষী বাহিনী লেলিয়ে দিয়েছে, যাদের অপশাসনে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে তারাই আজকে স্বাধীনতার কথা বলে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী স্বাধীনতার চেতনাকে লালনকারী হিসেবে বিএনপি স্বাধীনতার বড় শক্তি বলে জানান স্থায়ী কমিটির এ সদস্য।
সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জম্মবার্ষিকী। সভায় জানানো হয় এ উপলক্ষে রাঙ্গুনিয়ায় সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হবে।