বাসচাপায় কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক কৃষি কর্মকর্তা ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে নীলফামারী শহরে যাওয়ার পথে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী ‘মায়ের আচল’ পরিবহনের ওই বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
নিহত দুজন হলেন নীলফামারীর ডোমার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়ার তমিজউদ্দিনের (আকালু) ছেলে ব্যবসায়ী জাকিরুল ইসলাম মাহান (৪০)।
পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কৃষি কর্মকর্তা স্বপনের বাড়ি গাইবান্ধায়। তিনি দেবীগঞ্জের সোনাহার প্রধানপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন। আজ নীলফামারী যাওয়ার উদ্দেশে স্বপন ও জাকিরুল দুজনেই বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা দেন। দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে দেবীগঞ্জগামী মায়ের আঁচল পরিবহনের একটি নাইটকোচ তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ঘটনার পর পরই বাসের চালক, সুপারভাইজার ও সহকারী পালিয়ে যান। স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার, উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান, ডোমার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ বাসটি আটক করে দেবীগঞ্জ থানায় নিয়ে আসে।
দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষুব্ধ লোকজন বাসটি জ্বালিয়ে দেয় বলেও তিনি জানিয়েছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটি আটক করা হয়েছে।