চট্টগ্রামে এক খুনের ঘটনায় দুই ভাইয়ের ফাঁসির আদেশ

চট্টগ্রামে মনসুর আহমেদ খান হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ মামলায় ছয়জনকে খালাস দেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মহিতুল হক চৌধুরী এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন শহীদ ও হেসাম। তাঁরা দুজন আপন ভাই।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইয়ুব খান জানান, চট্টগ্রামের চন্দনাইশে মনসুর আহমেদ খান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।