যশোরে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

যশোর সদর উপজেলার বিজয়নগর এলাকায় ট্রাকের ধাক্কায় ফিরোজ চৌধুরী (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ যশোরের চৌগাছা উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন জানান, আজ দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেলে করে ফিরোজ চৌগাছায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের যশোর সেনানিবাসের কাছে বিজয়নগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, নিহত ফিরোজ খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।