পঞ্চগড়ের ৩৬ ছিটমহলের ভূমির তথ্য নিল জরিপ অধিদপ্তর

পঞ্চগড়ের সাবেক ৩৬টি ছিটমহলের কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম পঞ্চগড় জেলার ৩৬টি সাবেক ছিটমহলের ১১ হাজার ৯৩২ দশমিক ৬ একর জমির মালিকানার হালতথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিলের হাতে হস্তান্তর করেন। এসব এলাকায় ২৫ হাজার ৩৭৩টি পরিবার বসবাস করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিউল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরিচালক (জরিপ) মো. আনোয়ার হোসেন, উপসচিব মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন প্রমুখ।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।