নারায়ণগঞ্জে ডিপিডিসির গণশুনানি ও বিদ্যুৎ সংযোগ

নারায়ণগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উদ্যোগে আয়োজিত গণশুনানি ও বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে গ্রাহকদের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন প্রকৌশলীরা। নারায়ণগঞ্জ পূর্ব-পশ্চিম, সিদ্ধিরগঞ্জ, কাজলা, মানিকনগর ও ডেমরার গ্রাহকদের নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
শহরের কিল্লারপুল এলাকায় সোম ও মঙ্গলবার এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডিপিডিসির চেয়ারম্যান তাপস কুমার রায়। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান, প্রধান প্রকৌশলী ইকরামুল হক, নির্বাহী প্রকৌশলী এ টি এম হারুন অর রশিদসহ অন্যরা।
কর্মসূচিতে গ্রাহকদের অভিযোগের চেয়ে ডিপিডিসি কর্মকর্তাদের প্রশংসাই বেশি প্রাধান্য পায়। কয়েকজন গ্রাহকের নতুন সংযোগের তাৎক্ষণিক অনুমতিও দেওয়া হয়।
ডিপিডিসি চেয়ারম্যান তাপস কুমার রায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। সব নাগরিককে বিদ্যুৎ সুবিধা দিতে তাঁরই নির্দেশে আমরা গণশুনানি করে যাচ্ছি।’