নাটোরে মাদ্রাসাছাত্র হত্যার দ্রুত বিচারের দাবি

নাটোরে মাদ্রাসাছাত্র তানভীর হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার মানববন্ধন করে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
নাটোরে মাদ্রাসাছাত্র তানভীর হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আজ বুধবার শহরে পৃথক মানববন্ধনে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ দাবি জানান।
বৃষ্টি উপেক্ষা করে শহরের আলাইপুর মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। পরে একই দাবিতে প্রেসক্লাব চত্বরেও অনুষ্ঠিত হয় পৃথক মানববন্ধন। মানববন্ধনে নিহত তানভীরের বাবাসহ পরিবারের সদস্যরাও অংশ নেয়।
গত ২৫ আগস্ট শহরের আলাইপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তানভীরকে অপহরণ করে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থীসহ তিনজন। এর ছয়দিন পর পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তিনজনকে আটক করে র্যাব।