বিলুপ্ত ছিটমহলের ভূমির নকশা ও মালিকানার তথ্য হস্তান্তর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/21/photo-1453379116.jpg)
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের হাতে বিলুপ্ত ছিটমহলের ভূমির কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য হস্তান্তর করেন। ছবি : এনটিভি
কুড়িগ্রামে অধুনালুপ্ত ছিটমহলগুলোর ভূমির কলমি নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের হাতে বিলুপ্ত ছিটমহলের ভূমির কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য হস্তান্তর করেন।
এ সময় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক আখতার হোসেন আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছিটমহল বিনিময়ের পর গত ১৫ অক্টোবর থেকে ভূমি মন্ত্রণালয় ও অধিদপ্তর জরিপের মাধ্যমে কুড়িগ্রামের ১২টি ছিটমহলের নকশা এবং এখানকার বাসিন্দাদের জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে ভূমির কলমি নকশা ও হালনাগাদ তথ্য তৈরি করে।