রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে আগুন

রাজশাহী মেডিকেল কলেজের ডা. আয়েশা সিদ্দিকা ছাত্রী হোস্টেলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ইলেকট্রিক হিটার থেকে তৃতীয় তলার ৩০৫ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কক্ষের বই ও আসবাবপত্র ভস্মীভূত হয়। তবে কেউ আহত হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, শেষ বর্ষের শিক্ষার্থী কলি ও তৃতীয় বর্ষের হিরা হিটার জ্বালিয়ে সকালে ক্লাসে যান। ঘরের জানালা-দরজা বন্ধ থাকায় হিটার থেকে আগুন লেগে যায়, যা দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। সকাল ১১টার দিকে হোস্টেলের অন্য ছাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ঘরে থাকা বই ও আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়েছে।