আদালতের নির্দেশে চেয়ার-টেবিল হারালেন তিন শুল্ক কর্মকর্তা

আদালতের নির্দেশে বেনাপোলের তিন শুল্ক কর্মকর্তার চেয়ার-টেবিল জব্দ করা হয়েছে। যশোরের জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বুশরা সাইয়েদার নির্দেশে গতকাল বুধবার ওই তিন কর্মকর্তার চেয়ার-টেবিল জব্দ করা হয়।
বিষয়টি শুল্ক বিভাগ চেপে গেলেও আজ বৃহস্পতিবার তা ফাঁস হয়ে যায়।
যশোর জেলা জজ আদালতের নাজির মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল বুধবার জব্দ করা চেয়ার-টেবিল বেনাপোল কাস্টমস থেকে বের করে যশোরে নেওয়া হয়েছে।’
আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনা নিউজপ্রিন্ট মিলের আমদানি করা পণ্য আমদানিকারককে না জানিয়ে বেনাপোল শুল্ক কর্তৃপক্ষ নিলামে তোলে। ২০০০ সালে ওই আমদানিকারক ক্ষতিপূরণ দাবি করে শুল্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আমদানিকারককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য শুল্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু শুল্ক কর্তৃপক্ষ এই নির্দেশ না মানায় সম্প্রতি যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বুশরা সাইয়েদা শুল্ক কর্মকর্তাদের ব্যবহৃত চেয়ার-টেবিল জব্দের নির্দেশ দেন।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল বেনাপোল কাস্টমস হাউজের সুপার, কাস্টমস কমিশনার ও যুগ্ম কাস্টমস কমিশনারের (শুল্ক) কার্যালয়ে ব্যবহৃত চেয়ার-টেবিল জব্দ করেন।