খালেদা জিয়ার আবেদনের শুনানি ফের পেছাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি ফের পেছাল। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার সকালে এ মামলার শুনানির জন্য উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত হলে বিচারপতি কাজী রেজা-উল হক হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে শুনানির দিন ধার্য করেন। ১৬ থেকে ৩১ মার্চ এ ছুটিতে থাকবেন আদালত। গত ৫ মার্চ বিএনপির চেয়ারপারসনের আবেদনের শুনানি পিছিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। কিন্তু এ মামলার একজন বিচারক আরেকটি মামলার রায় প্রদানের জন্য ব্যস্ত থাকায় এর শুনানি সম্ভব হচ্ছে না। তাই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘মামলাটি শুনানির জন্য আমাদের সিনিয়র আইনজীবীরা উপস্থিত হয়েছিলেন। একজন বিচারপতি না থাকায় মামলাটি আদালত অবকাশকালীন ছুটির পর শুনানি করবেন বলে ধার্য করেছেন।’
গত ৪ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, জামিন বহাল, সাক্ষ্য পেছানো ও আদেশ সংশোধনের মোট চারটি আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সশরীরে হাজির হওয়া থেকে অব্যাহতি দেন আদালত।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক আবু আহমেদ জমাদার।