খুলনা সার্কিট হাউস ময়দানে বাণিজ্য মেলা না করার দাবিতে মানববন্ধন

খুলনা সার্কিট হাউস ময়দান (বড় মাঠ), মুজগুন্নীসহ সব খেলার মাঠে মেলা না করে উন্মুক্ত রাখার দাবিতে আজ শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
খুলনা সার্কিট হাউস ময়দান (বড় মাঠ), মুজগুন্নীসহ সব খেলার মাঠে মেলা না করে উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয় নগরীর পিকচার প্যালেস মোড়ে জন-উদ্যোগ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে।
নাগরিক নেতা মো. সুজনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এসে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
মহেন সেনের পরিচালনায় এই সময় বক্তারা খুলনার সার্কিট হাউস ময়দান বাণিজ্য মেলার নামে তিন মাস বন্ধ রাখার ঘটনায় ক্ষোভ রেখে বলেন, এই সময় খেলোয়াড়দের অনুশীলনসহ সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। একইভাবে বিভিন্ন সময় মেলার নাম করে স্কুল-কলেজের মাঠ সাময়িক বন্ধ রাখার প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধন থেকে বাণিজ্য মেলা ও বিভিন্ন মেলার জন্য বিকল্প স্থান বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।