বনভোজনে মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৪

নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে বনভোজনে গিয়ে অতিরিক্ত বিষাক্ত মদপান করে আরো একজন মারা গেছেন। আজ শনিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন (২৭) নামের ওই যুবকের মৃত্যু হয়।
এ নিয়ে গত বৃহস্পতিবার রাতের মদপানের ঘটনায় চারজনের মৃত্যু হলো। মদপানে অসুস্থ হয়ে চারজন এখনো হাসপাতালে আছেন।
নিহত ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত কুরানু সরদারের ছেলে সোলায়মান আলী (৫০), পুকরা মণ্ডলের ছেলে হোসেন আলী (৩৫), আজাহার আলীর ছেলে সুজন ও পাশের নূরপুর গ্রামের লকাই মণ্ডলের ছেলে আবদুল মজিদ (২৫)।
গ্রামবাসীর বরাত দিয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার এনায়েতপুর ও নূরপুর গ্রামের আটজন যুবক বিদেশি মেয়াদ উত্তীর্ণ মদ সংগ্রহ করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার এনায়েতপুর হাটে বনভোজনের আয়োজন করে। বনভোজনে তাঁরা ওই মদসহ গরুর মাংস খান। রাতে তাঁরা নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন শুক্রবার সকাল থেকে ক্রমেই অসুস্থ হয়ে পড়েন সবাই। দুপুরের পর বনভোজনে অংশগ্রহণকারী আটজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনায়েতপুর গ্রামের সুজন ও তসলিমের ছেলে সজলকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর পাশের নূরপুর গ্রামের আবদুল মজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি পাঁচজন এনায়েতপুর গ্রামের সোলাইমান আলী, হোসেন আলী, আবু হাসেমের ছেলে উজ্জ্বল রহমান (৩৫), আবদুর রহমানের ছেলে সুমন রহমান (২৬) ও মোকছেদ আলীর ছেলে মোসলেম উদ্দীনকে (২৪) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে সোলায়মান আলী ও হোসেন আলী চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মারা যান। আবদুল মজিদ দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনার সংবাদ পেয়ে আজ শনিবার সকালে নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন ও বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, রোগীদের তথ্য অনুযায়ী তাঁরা মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। মৃত ব্যক্তিদের লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।