গৃহবধূকে হত্যার পর ইট বেঁধে লাশ নদে

নিখোঁজের দুদিন পর নাটোরে নদ থেকে এক গৃহবধূর ইটবাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার ঝিনাপাড়া গ্রামে নারদ নদ থেকে মনোয়ারা বেগম নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামী আমিরুল মণ্ডলকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঝিনাপাড়া গ্রামের আমিরুল মণ্ডলের স্ত্রী মনোয়ারা বেগম বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি জানতে পেরে মনোয়ারার বাবা নওজের মণ্ডল ও অন্য স্বজনরা আজ দুপুরে মনোয়ারার শ্বশুরবাড়ি গিয়ে তাঁর খোঁজ জানতে চান। সদুত্তর না পেয়ে নিজেরাই ওই গ্রামের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের নারদ নদের ধারে রক্ত দেখে তাঁদের সন্দেহ হয়। পরে নদের মধ্যে অনুসন্ধান চালিয়ে ইটবাঁধা অবস্থায় মনোয়ারার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মনোয়ারার স্বামী আমিরুল মণ্ডলকে আটক করে।