এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক সামসুল হকের ইন্তেকাল

নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আলহাজ সামসুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সামসুল হক মারা যান। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হকের স্বামী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আত্রান্ত হলে সামসুল হককে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। আজ শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সামসুল হকের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল রোববার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।