চট্টগ্রামে জাসদ নেতা আল্লামা মুহাম্মদ ইকবালের শোকসভা

চট্টগ্রাম মহানগর জাসদের সভাপতি ও ক্রীড়া সংগঠক আল্লামা মুহাম্মদ ইকবাল আজীবন অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তাঁর অকালমৃত্যুতে চট্টগ্রামে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তাঁর সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।
আজ শনিবার বিকেলে নগরীর মুসলিম হলে আল্লামা ইকবালের স্মরণসভা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ স্মরণসভার আয়োজন করে। জাসদের প্রবীণ নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সাহাব উদ্দিন ও মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন।
এর আগে মরহুমের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা করা হয়। বক্তারা, রাজনীতি, ক্রীড়া ক্ষেত্রে আল্লামা ইকবালের সততা, নিষ্ঠা উজ্জ্বল হয়ে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
গত ১১ জানুয়ারি জাসদের চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আল্লামা মো. ইকবাল চট্টগ্রামে ইন্তেকাল করেন।