মান্নার আবেদন নামঞ্জুর

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়কর রিমান্ড আদেশ পুনর্বিবেচনা এবং জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে মান্নার অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর আইনজীবী আবদুল মান্নান খান ১০ দিনের রিমান্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। একই সঙ্গে তিনি এই রিমান্ড বাতিল করে জামিনের আবেদনও জানান। শুনানি শেষে আদালত দুটি আবেদনই নাকচ করে দেন।
গত সোমবার রাত পৌনে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নিয়ে যায়। মান্নার হৃদরোগের সমস্যা আছে কি না, তা পরীক্ষা করে দেখতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক।
গত ২৪ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বনানীর একটি বাড়ি থেকে মান্নাকে তুলে নেওয়া হয়। পুলিশ-র্যাব দাবি করে, তারা তাঁকে আটক করেনি। পরদিন র্যাব তাঁকে ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করেছে বলে দাবি করে। পরে তাঁকে গুলশান থানায় হস্তান্তর করে।