চট্টগ্রামে ২৫০টি সোনার বার, ৬০ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকার বাহার মার্কেট নামের একটি ভবন থেকে ২৫০টি সোনার বার ও ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
urgentPhoto
গতকাল সোমবার রাত ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি দল গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাহার মার্কেটে অভিযান চালায়। এ সময় ছয় তলা ভবনটির পাঁচ তলার দুটি কক্ষ থেকে তিনটি সিন্দুক উদ্ধার করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার বাবুল আকতার। তাঁর নেতৃত্বে সিন্দুক তিনটি থানায় নিয়ে যাওয়া হয়। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেগুলো ভেঙে সোনার বার ও টাকাগুলো উদ্ধার করা হয়।