চুয়াডাঙ্গায় অব্যাহত শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/26/photo-1453761046.jpg)
ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় অব্যাহত শৈতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে।
সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গায় সর্ব্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শৈতপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিউমোনিয়া, রোটা ভাইরাস, ডায়রিয়াসহ শীতজনিত রোগীর চাপ বেড়েই চলেছে।
সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩ শয্যার বিপরীতে ৫০ জন রোগী চিকিৎসাধীন আছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে ডাক্তার ও নার্সদের হিমশিম অবস্থা।
আবহাওয়া পর্যবেক্ষণাগার চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, ‘ভৌগোলিক কারণে শীতের এমন তীব্রতা অনুভূত হচ্ছে।’