পৃথিবী একদিন শেখ হাসিনার উন্নয়নের উদাহরণ দেবে

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করা হলে সারা বিশ্ব একদিন সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন এবং উন্নয়নের জন্য শেখ হাসিনার উদাহরণ দেবে।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সংসদ সদস্য হাছান মাহমুদের একান্ত সহকারী এনায়েতুর রহিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অদম্য গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতির ঘূর্ণায়মান চাকা এখন ধাবমান চাকায় পরিণত হয়েছে। একসময়ে খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
সাবেক এই মন্ত্রী বলেন, আধুনিক সমৃদ্ধ মালয়েশিয়ার জনক হিসেবে বিশ্ব এখন মাহাথির মোহাম্মদের উদাহরণ দিয়ে থাকে। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় ২২ বছর ধরে প্রেসিডেন্ট ছিলেন। শেখ হাসিনা গত সাত বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তা এরই মধ্যে সমগ্র বিশ্বকে হতবাক করে দিয়েছে। শেখ হাসিনাকে যদি বারবার নির্বাচিত করা হয়, তাহলে সারা বিশ্ব একদিন সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন এবং উন্নয়নের জন্য শেখ হাসিনার উদাহরণ দেবে।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের দিনবদল এখন বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে যখন জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি, তখন এ দেশে খাদ্য উৎপাদন ছিল মাত্র এক কোটি ৮০ লাখ মেট্রিক টন। বর্তমানে বাংলাদেশে খাদ্য উৎপাদন চার কোটি মেট্রিক টন। একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য রপ্তানিকারক। এই উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষক এবং কৃষির উন্নয়নের জন্য। বাংলাদেশে এখন সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হয় না। সার এখন কৃষকের পিছে ছুটে বেড়ায়। দেশে এখন সারের দাম কম, কৃষি উপকরণের দাম কম। শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণেই কৃষির এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনীতি যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে তা বিশ্বব্যাংকের অর্থনীতিবিদও স্বীকার করেছেন। কিন্তু বাংলাদেশের এই এগিয়ে যাওয়া শুধু খালেদা জিয়ার চোখে পড়ে না। চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশের অভূতপূর্ব অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে সব প্রতিশ্রুতি পূরণ করছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করে সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। এ দেশে একদিন খালেদা জিয়াসহ অগ্নিসন্ত্রাসীদেরও বিচার হবে।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা, কেন্দ্রীয় সহসভাপতি আকবর আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক সমীর চন্দ্র চন্দ, কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, উম্মে কুলসুম স্মৃতি এমপি, কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফসিউদৌলা চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
এ ছাড়া সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলার কৃষক লীগের প্রতিনিধিরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, রাউজান পৌর মেয়র দেবাশীষ পালিত প্রমুখ।
সম্মেলনে কৃষক লীগ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।