এবার জেএমবি পরিচয়ে রাবি শিক্ষককে হুমকি

এবার জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অপহরণের হুমকি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
হুমকি পাওয়া ওই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক হাসান পারভেজ। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে আবারও তাঁকে একই মোবাইল ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়।
এর আগে বিভিন্ন পরিচয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৬ জন শিক্ষককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মতিহার থানায় অন্তত পাঁচটি সাধারণ ডায়েরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পুলিশকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
হুমকির বিষয়ে অধ্যাপক হাসান পারভেজ জিডিতে উল্লেখ করেন, ‘সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে একটি নম্বর (০১৮২০১৪৩৯৪৪) থেকে জেএমবি পরিচয়ে ফোন আসে। তারা আমার পরিবারে যে কোনো একজনকে অপহরণের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। দরকষাকষির একপর্যায়ে তারা ১০ হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজকে টাকা নেই আগামীকাল (মঙ্গলবার) দেব।’
জিডিতে আরো বলা হয়, টাকা কোথায় দিতে হবে তা আগামীকাল (মঙ্গলবার) জানাবে। তারা আনুমানিক বেলা ১১টার টাকা দিতে বলেছে।
হাসান পারভেজ বলেন, ‘আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আবারও একই মুঠোফোন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয়। আমি তাদের সামনে এসে টাকা নিয়ে যেতে বললে তারা বিভিন্ন কথা বলে ফোন রেখে দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘ওই শিক্ষক জিডির একটি অনুলিপি প্রক্টরের দপ্তরেও দিয়েছেন। আমরা বিষয়টি সম্পর্কে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।’