খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আজ মঙ্গলবার সকালে দলের নাসিমন ভবনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
এ সময় বক্তারা বলেন, চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলমান সরকারবিরোধী আন্দোলন স্তব্ধ করা যাবে না। সমাবেশে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিমের আদালতে রাষ্ট্রদোহ মামলা হয়।
মামলার আরজিতে বলা হয়েছে, গত বছর ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ খালেদা জিয়া আরো বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’