ফের পেছাল সাত খুনের অভিযোগ গঠন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/27/photo-1453878355.jpg)
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার অভিযোগ (চার্জ) গঠনের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠনের দিন রেখেছেন আদালত।
সেই সঙ্গে নূর হোসেনসহ আট আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
এর আগে গত ১১ জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ পরিবর্তন করে ২৭ জানুয়ারি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করে বলেন, তাঁরা এখনো পুলিশের দেওয়া অভিযোগপত্রের অনুলিপি (কপি) হাতে পাননি। তাই মামলাটি পর্যালোচনা করা যাচ্ছে না। এ কারণে আদালতে অভিযোগ গঠনের আবেদন জানান তাঁরা। ফলে ৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন দেন আদালত।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা নূর হোসেনসহ আট আসামির জমিন চাইলে তা নাকচ করে দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। ঘটনার পর পরই ভারতে পালিয়ে যান মামলার প্রধান আসামি ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। তখন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে নূর হোসেনের পালিয়ে যাওয়ার কথোপকথনের একটি অডিও রেকর্ড গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এসব বিষয়ে পলাতক নূর হোসেনের কোনো জবানবন্দি নেওয়া হয়নি। তাঁর জবানবন্দি ছাড়াই এ ঘটনায় করা দুটি মামলায় ৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে র্যাবের স্থানীয় পর্যায়ের কর্মকর্তাসহ অনেকের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পেলেও ঘটনার অন্তরালে আরো কেউ ছিল কি না, তা অপ্রকাশিতই রয়ে গেছে।
এ অবস্থায় হত্যাকাণ্ডের সাড়ে ১৮ মাস পর গত ১৫ নভেম্বর রাতে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৬ নভেম্বর আদালতে শুনানি শেষে ১১ মামলায় গ্রেপ্তার দেখিয়ে নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ না করায় ক্ষোভ প্রকাশ করেন নিহতদের স্বজনরা।