চট্টগ্রামে চীনের নৌবাহিনীর ৩ জাহাজ

চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ পাঁচদিনের শুভেচ্ছা সফরে এখন বাংলাদেশে। আজ বুধবার সকালে দেশের জলসীমায় পৌঁছানো পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় চীনের নৌবাহিনীর তিন জাহাজকে অভ্যর্থনা জানায়।
জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বানৌজা ঈসা খানের অধিনায়ক কমোডর এম রাশেদ আলী তাদের স্বাগত জানান।
চীনের নৌবাহিনীর সাউথ সি ফ্লিটের ডেপুটি চিফ রিয়ার অ্যাডমিরাল ইউ মানজিয়াং জাহাজ তিনটির নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশে অবস্থানের সময়ে চীনের নৌবাহিনীর তিন জাহাজের ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব, কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ হবে এমন আশাবাদ নৌবাহিনীর কর্মকর্তাদের। শুভেচ্ছা সফর শেষে আগামী ৩১ জানুয়ারি চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ বাংলাদেশ ত্যাগ করবে।