জনগণকে হয়রানি করবেন না, পুলিশকে রাষ্ট্রপতি

দায়িত্ব পালনকালে যাতে কেউ হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে ‘পুলিশ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের (পুলিশ) জনগণের জানমালের প্রতি আরো নিবেদিত হতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে, আপনারা জনগণের জানমাল রক্ষার আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বে আছেন। তার চেয়ে বেশি করে মনে রাখতে হবে যে, আপনাদের দায়িত্ব পালনকালে যাতে কেউ হয়রানির শিকার না হয়।’
জনগণই গণতন্ত্রের সকল শক্তির উৎস উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘দেশ ও সরকার জনগণের টাকায় চলে। কাজেই জনগণের কল্যাণের বিষয়টিকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। পুলিশের প্রতিটা সদস্যকে জনগণের বন্ধু হতে হবে, যাতে তাদের (জনগণের) আস্থার জায়গাটা পুলিশ নিতে পারে এবং জনগণ তাদের নিরাপত্তার জন্য পুলিশের কাছে আসতে পারে।’
‘আইনের শাসন প্রতিষ্ঠার মতো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখাও পুলিশের কাছে সমান গুরুত্বপূর্ণ,’ বলেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশের প্রতিটি সদস্যকে দেশের সার্বিক উন্নয়নে, নিরাপত্তা ও সামাজিক শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে আরো দৃঢ়তার পরিচয় দিতে হবে।’
এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর একক সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা বৈশ্বিক সমস্যা।’
তাই প্রযুক্তিভিত্তিক অপরাধ মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক পুলিশিংয়ের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান এবং আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।