রংপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

দুই দশকেরও বেশি সময় পর রংপুরে সবজি বিক্রেতা আবু সিদ্দিককে (৪০) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন, নূর মোহাম্মদ ও মো. আব্দুল। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন আব্দুস সাত্তার।
মামলা বিবরণ থেকে ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে রংপুরের পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামে আজিম উদ্দিনের ছেলে আবু সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের কয়েকজন। এর পরের দিন ৩ অক্টোবর বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত সিদ্দিকের বাবা আজিম উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আজিম উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৯ আগস্ট সিআইডি চার আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ দুপুরে আসামি নুর মোহাম্মদ, মো. আব্দুল ও ফরহাদ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এবং অন্য আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারদণ্ডাদেশ দিয়েছেন।