সাতক্ষীরায় আট জেএমবি সদস্যের জামিন নাকচ

২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে বোমা হামলার সঙ্গে জড়িত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।আজ বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলম এ আদেশ দেন।
এ সময় আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন প্রার্থনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, একযোগে বোমা হামলার পাঁচটি মামলায় ১৮ জনকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আটজন আগে থেকেই কারাগারে এবং ১০ জন জামিনে আছেন।
বোমা হামলার দিনই সাতক্ষীরায় মো. নাসির উদ্দিন দফাদারসহ দুজন ধরা পড়েন। পরে সাতক্ষীরার জেএমবি ঘাঁটি থেকে মনিরুজ্জামান মুন্না, মনোয়ার হোসেন উজ্জ্বল, আনিসুর রহমান খোকন, মো. গিয়াসউদ্দিন, বেল্লাল হোসেন, মো. সাইফুল্লাহ, মামুনুর রশীদ, মাহবুবুর রহমান লিটন, মন্তাজ আলী, নূর আলী মেম্বরসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
আদালত এই দিন জামিনে থাকা ব্যক্তিদের আবারও জামিন দিয়ে নির্দেশ দেন।