বঙ্গবন্ধুর বড় ম্যুরাল চট্টগ্রামে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে উঁচু ম্যুরাল স্থাপন করা হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। আউটার রিং রোড অক্সিজেন-কুয়াইশ সড়ক নাম বদলে করা হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ।
আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া একই সময়ে তিনি পাচঁ হাজার কোটি টাকা ব্যয়ে নানা প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এসব প্রকল্প বাস্তবায়ন করছে।
চট্টগ্রামের অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত আউটার সংযোগ সড়কটি নির্মাণে ব্যয় করা হয়েছে ৪৫ কোটি টাকা। এ সড়ককে ঘিরে গড়ে উঠছে চট্টগ্রামের সর্ববৃহৎ আবাসিক এলাকা অনন্যা। এ ছাড়া পাঁচ তারকা হোটেল ও বিশ্বখ্যাত হাসপাতাল নির্মাণের কাজ চলছে এ আবাসিককে ঘিরে। সড়কের কুয়াইশ প্রান্তে ৪২ ফুট দীর্ঘ দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরালটি ও অক্সিজেন এলাকায় সড়কের মুখে ২৬ ফুট দীর্ঘ ম্যুরাল নির্মাণ করা হয়েছে। সড়কের দুই প্রান্তে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরালকে ঘিরে চলছে উন্নয়ন কর্তৃপক্ষের নানা আয়োজন ও উন্নয়ন পরিকল্পনা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম বলছেন, বৃহত্তর চট্টগ্রামে দীর্ঘ ছয় কিলোমিটারের একটি সড়ককে বঙ্গবন্ধু এভিনিউ ঘোষণা ও সড়কের দুই প্রান্তে ছয়টি ম্যুরাল দিয়ে বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজম্মের কাছে তুলে ধরা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী কদমতলী ফ্লাইওভার উদ্বোধন, সিটি আউটার রিং রোড ও লালখান বাজার থেকে শাহ আমানত আন্তজাতিক বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণকাজেরও উদ্বোধন করবেন।