গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা আটজনে দাঁড়াল।
নিহতের নাম মো. স্বাধীন ফরাজি (২৬)। তাঁর বাড়ি জামালপুরের ইসলামপুর থানার গরাইল গ্রামে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের ভাদুন এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, গাজীপুরের স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড নামের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বাধীন ফরাজি মারা গেছেন।
নিহত স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্ফোরণে তাঁর শরীরের ৫৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
নিহত স্বাধীনের স্ত্রী সাজেদা জানান, স্বাধীন এলাকায় অটোরিক্শা চালাতেন। তিনি শনিবার ঘটনার সময় ওই কারখানার পাশের সড়ক দিয়ে স্থানীয় বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসাকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই জেবুন্নেসাসহ পাঁচজন দগ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় স্বাধীনসহ তিনজন দগ্ধ হন। তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের অতুলের টেক এলাকায় গাড়ির পরিত্যক্ত টায়ার গলিয়ে কেমিক্যাল তৈরির ওই কারখানায় গত শনিবার বিকেলে বয়লার বিস্ফোরণের ভয়াবহ ঘটনা ঘটে।
ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।