আইভীকে রাস্তার কাজ শেষ করতে বললেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে কদম রসুল কলেজে যাতায়াতের রাস্তার কাজ শেষ করতে বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।
আজ শনিবার দুপুরে বন্দর উপজেলায় কদম রসুল কলেজের রজতজয়ন্তী, নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়রের প্রতি এই আহ্বান জানান সেলিম ওসমান। এ সময় তিনি কদম রসুল কলেজের উন্নয়নের জন্য এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন।
সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর থেকেই দেখছি, রাস্তাটির কাজ চলছে। চলছে তো চলছেই। আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের মাধ্যমে অনুরোধ করব, রাস্তা না থাকলে কোনো উন্নয়ন হয় না। আপনি কাজ ধরেছেন, আপনিই কাজ শেষ করবেন। আবার নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনের আগে করবেন না। বিলম্বিত করে আমার বাচ্চাদের কষ্ট দেবেন না।’
এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়ে সেলিম ওসমান বলেন, ‘আপনার ঠিকাদার যদি ঠিকমতো কাজ করতে না পারে, আমাকে অভিযোগ করেন। আমি প্রয়োজনে ঠিকাদারের পাশে দাঁড়িয়ে এই রাস্তার কাজ শেষ করে দেব। আপনি কাজ শুরু করেছেন, শেষও করবেন।’
নারায়ণগঞ্জে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ প্রতিষ্ঠার দাবি করে সেলিম ওসমান বলেন, ‘এই সংগঠন প্রতিষ্ঠা করায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।’ এ ছাড়া তিনি কদম রসুল কলেজকে সর্বাধুনিক করার জন্য ১০ কোটি টাকার বাজেট নিয়ে সংসদে কথা বলবেন বলেও জানান।
অনুষ্ঠানে সেলিম ওসমান নিজস্ব অর্থায়নে কৃতী শিক্ষার্থীদের মধ্যে চারটি ল্যাপটপসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেন।