ঘুমের ঘোরে আগুনে প্রাণ হারালেন বৃদ্ধা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/01/photo-1454323622.jpg)
রাতে ঘুমের ঘোরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আছিয়া বেগম নামের মানসিক বৃদ্ধা (৭০)। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের শালপাড়ায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আছিয়া বেগম র্দীঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধূমপানের অভ্যাস ছিল তাঁর। তাঁর দুই ছেলে রয়েছে।তাঁর স্বামীর নাম আবদুল মালেক। একই বাড়িতে তাঁরা বৌ-ছেলেমেয়ে নিয়ে থাকেন। বাড়িতে এক ছেলের সঙ্গে আছিয়া বেগম এবং অন্য ছেলের সঙ্গে থাকেন আব্দুল মালেক। রাত সাড়ে ১০টার দিকে ছেলেরা ঘরের ভেতর থেকে বের হওয়া পোড়া গন্ধ টের পেয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধা মাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে আছিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই ওসি আশরাফুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হন।