চাঁদপুরে ট্রলার দুর্ঘটনায় আরো দুটি লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ছয়দিন পর আজ সোমবার বিকেলে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মোট ছয়টি লাশ উদ্ধার করা হলো।
ট্রলার ডুবিতে নিহত ব্যক্তিরা হলো গৃহবধূ নারগিস বেগম (২৮), শিশু রতন (২), দেড় বছরের শিশু ফাহিম, মানিক (৪), আলেয়া বেগম (২৬) ও আলেয়ার মেয়ে স্বর্ণা (৮)। ছয়টি লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে তিন যাত্রী।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালিউল্লাহ জানান, আজ বিকেলে গৃহবধূ নারগিস ও শিশু রতনকে বরিশালের মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ থেকে উদ্ধার করা হয়।
গত ২৬ জানুয়ারি মঙ্গলবার হাইমচরের তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের ট্রলারটি ঈশানবালার উদ্দেশে রওনা হয়। পথে মেঘনার মাঝ নদীতে ঘনকুয়াশায় ট্রলারটি একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে নদীতীরে উঠতে পারলেও নয়জন যাত্রী নিখোঁজ থাকে।
ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ তিন যাত্রী হলেন : মোস্তফা মৃধার ছেলে রতন (২), শাহ আলমের মেয়ে শাহজাদী (২০), সালাহউদ্দিন ছেলে সিয়াম (৪)। এদের বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।