‘মাটির নিচে লুকিয়ে থাকলেও খুঁজে বের করব’

আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে তা জানা যায়নি।
আজ সোমবার বিকেলে হুমকির ঘটনায় নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।
হুমকিপ্রাপ্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিগত কমিটির উপদেষ্টা সদস্য ছিলেন। সম্প্রতি তিনি ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ শিরোনামে একটি বই লিখেছেন।
মো. হাসিবুল আলম প্রধান জিডিতে উল্লেখ করেন, গত ২৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তাঁর বাসার টিএনটি টেলিফোনে (৭৫১৪৪৮) অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন আসে। এ সময় তিনি দেশের বাইরে থাকায় তাঁর গৃহপরিচারিকা ফোন ধরেন। ফোনে তাঁর খোঁজ করা হলে তিনি বাসায় নেই বলে জানান গৃহপরিচারিকা। ফোনের ওপাশ থেকে তখন প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, ‘মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করব।’
সহযোগী অধ্যাপক হাসিবুল আলম প্রধান এনটিভি অনলাইনকে বলেন, ‘এর আগেও কয়েক বার আমার ব্যক্তিগত নম্বরে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তখন আমি কোড নম্বর মিলিয়ে দেখেছি সেগুলো সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশ থেকে করা হয়েছে। আমি একটা প্রগতিশীল দল করি, লেখালেখি করি মূলত এসব কারণেই তারা আমাকে হুমকি-ধমকি দেয়। তবে ঠিক কে বা কারা হত্যার হুমকি দিয়ে চলেছে তা বলতে পারছি না।’
হাসিবুল আলম প্রধান আরো বলেন, ‘আমি ভ্রমণের উদ্দেশে গত ১৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সপরিবারে ভারতে ছিলাম। তাই জিডি করতে একটু দেরি হলো।’
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, আজ সোমবার বিকেলে হাসিবুল আলম থানায় জিডি করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তাঁর জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।