ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত

গাজীপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে শহরের শিববাড়ী মোড় মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গোয়েন্দা পুলিশের এসআই মো. মনিরুজ্জামান, এএসআই সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ হোসেন।
এ সময় পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছোরাসহ এক যুবককে আটক করে। আটক যুবকের নাম সরাফত আলী (৪০)। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের বড় ভাই।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর শহরের শিববাড়ীর মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় জেলা গোয়েন্দা পুলিশের সাদা পোশাকের একটি দল সরাফত ও তার সঙ্গীদের থামতে বলে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সরাফত ও তার সঙ্গীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।
পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অত্যাধুনিক একটি ছোরাসহ সরাফতকে আটক করে। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়।
এ সময় ছুরিকাঘাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান, এএসআই সুমন ও কনস্টেবল এরশাদ আহত হন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া আটকের বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।