নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা, আহত ২

আহাদ আলী সরকার। পুরোনো ছবি
নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহাদ আলীর মেয়েসহ দুজন আহত হয়েছেন।
হামলার বিষয়ে আহাদ আলী সরকার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৯টার পর একদল দুর্বৃত্ত নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত বাসভবনে হামলা চালায়। তিনি জানান, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁর মেয়ে অধ্যক্ষ মৌসুমী পারভীন ও বাড়ির তত্ত্বাবধায়ক বাবু শেখকে মারধর করে চলে যায়।
প্রতিমন্ত্রী আরো জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। কী কারণে এ হামলা হয়েছে, তা-ও বলতে পারছেন না।
এ ঘটনায় নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলার খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।