নোমানের অভিযোগ
কাউন্সিল বাধাগ্রস্ত করতেই খালেদা জিয়ার নামে মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/03/photo-1454493185.jpg)
সমাবেশে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান। ছবি : এনটিভি
বিএনপির কাউন্সিলকে বাধাগ্রস্ত করতেই সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ব্যস্ত রাখছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ বুধবার রাজধানীতে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে নোমান এ অভিযোগ করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, কাউন্সিলের মাধ্যমে সারা দেশে বিএনপি যখন দলকে আরো সুসংগঠিত করতে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ক্ষমতাসীনরা তা বাধাগ্রস্ত করতে মামলা হামলার পথ বেছে নিয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যত দিন পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে তত দিনই জেল জুলুম, দুর্নীতি আর হামলা মামলা অব্যাহত থাকবে। তাই এ সরকারকে ক্ষমতা ছাড়া করতে দল-মতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।