রাজশাহীতে ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় তাঁরা আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবিরকে বেশ কিছু সময় ঘেরাও করে রাখেন।
পরে কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ছাড়া পান ইউএনও। আজ বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রট আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল কেশরহাটের বিভিন্ন দোকানে অভিযান শুরু করে। এ সময় ম্যাজিস্ট্রেট বিভিন্ন অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, গণহারে তাদের জরিমানা করে টাকা আদায় করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে দোকানমালিকরা ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
প্রায় এক ঘণ্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে যান কেশরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শহীদ। তিনি ব্যবসায়ীদের অভিযোগ শুনে তাঁদের শান্ত করেন। এ সময় পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন ইউএনও আলমগীর কবির।
ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুল বোঝাবুঝির কারণে দোকানমালিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পরে তাঁদের শান্ত করা হয়েছে।