বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে আমার বেনিফিট নেই : লতিফ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগ সম্পর্কে কথা বলেছেন চট্টগ্রাম-১১ আসনের (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) সংসদ সদস্য এম এ লতিফ।
আজ বুধবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে লতিফ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমন উপলক্ষে তিনি নির্বাচনী এলাকায় পোস্টার-ব্যানার লাগিয়েছেন। তবে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করে তাঁর কোনো বেনিফিট (লাভ) নেই বলে জানান। এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।
আওয়ামী লীগের এ সংসদ সদস্য আরো বলেন, ‘আমার শরীরে বঙ্গবন্ধুর ছবির মাথা সংযোজন করে আমার লাভ কী?’
এদিকে, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এনটিভি অনলাইনকে বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি জালিয়াতি করে সংসদ সদস্য লতিফ ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। জাতির পিতাকে জাতির কাছে অবমাননা করেছেন।’ ছাত্রলীগ এম এ লতিফের বিচারের দাবিতে কঠোর কর্মসূচি দেবে বলে জানান তিনি।