চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বিভাগীয় প্রশাসন। গত বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেন, ই-সেবার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। সাধারণ মানুষ এসব উদ্যোগ সম্পর্কে যত জানবে, ততই বেশি সচেতনতা তৈরি হবে।
আগামী ৩ মার্চ থেকে চট্টগ্রামে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।