সময়ের ছয় মাস আগেই সম্পন্ন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প

চট্টগ্রামের কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই শেষ হচ্ছে। আগামী জুনে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির কাজ শেষ হলে নগরীতে ১৪ কোটি লিটার পানি সরবরাহ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহ। চট্টগ্রামে পানি সংকট দূর করতে সরকারের নেওয়া চারটি প্রকল্পের অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা। প্রকল্পটি নেওয়া হয়েছে ২০০৬ সালে। চলতি বছরে ডিসেম্বর পর্যন্ত ১০ বছর এ প্রকল্পের মেয়াদ। এরই মধ্যে প্রকল্পের ৮৬ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানায় ওয়াসা। এ ছাড়া আগামী ২০২২ সালের মধ্যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর কাজ শেষ হলে নগরীতে কোনো পানি সংকট থাকবে না বলে জানিয়েছে ওয়াসা। চারটি প্রকল্পের মাধ্যমে তারা ৫২ কোটি লিটার পানির জোগান দেওয়ার কথা জানিয়েছে।