লতিফের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে একটি মানহানির মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এক হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেন সাইফুদ্দিন রবি নামের এক সাবেক যুবলীগ নেতা। এর পরিপ্রেক্ষিতে পুলিশের উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে বাদীর আইনজীবী ও বার কাউন্সিলের সদস্য ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ যে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন, তাতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পোশাক কোনোদিন পরেননি, এমন পোশাক পরিহিত ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছেন এম এ লতিফ।
এই ছবি বিকৃতি বঙ্গবন্ধুর কোটি কোটি ভক্ত-অনুসারীর পছন্দ হয়নি। তাই এম এ লতিফের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।