ইসলামী ঐক্যজোটের গাজীপুর জেলা সভাপতির ইন্তেকাল

ইসলামী ঐক্যজোটের গাজীপুর জেলা সভাপতি মাওলানা রমজান আলী (৭৮) আর নেই। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের চতর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর গাজীপুরে বিএডিসি সংলগ্ন ময়দানে জানাজা শেষে রমজান আলীকে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শরিক হন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, গাজীপুর শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খায়রুল হাসান, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা লেহাজউদ্দিন, জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি নাসিরউদ্দিন, ইসলামী ঐক্যজোটের গাজীপুর জেলা সেক্রেটারি মাওলানা ফাইজুদ্দিন প্রমুখ।
এদিকে মাওলানা রমজান আলীর মৃত্যুতে গাজীপুর শহর জামায়াতে ইসলামীর আমির শেখ ইবনে ফয়েজ ও সেক্রেটারি খায়রুল হাসান এবং জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান ও সেক্রেটারি আবু তাসনীম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।