নারায়ণগঞ্জের পুরাতন বন্দরে সিরাজ শাহর দরবারে ওরশ শুরু

নারায়ণগঞ্জের পুরাতন বন্দর কাদরিয়া ভান্ডারিয়া ‘সিরাজ শাহ’র আস্তানায় আজ বৃহস্পতিবার সুলতানুল আউলিয়া গাউসুল আযম হজরত সৈয়দ মহিয়্যূদ্দীন আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওরশ মোবারক শুরু হয়েছে। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের পুরাতন বন্দর কাদরিয়া ভাণ্ডারিয়া ‘সিরাজ শাহ’র আস্তানায় দুই দিনব্যাপী সুলতানুল আউলিয়া গাউসুল আযম হজরত সৈয়দ মহিয়্যূদ্দীন আবদুল কাদের জিলানী (রহ.) এর ওরশ মোবারক শুরু হয়েছে।
বৃহস্পতিবার বাদ ফজর কোরআন তেলাওয়াত ও সকাল সাড়ে ৯টায় নিশান উত্তোলনের মধ্য দিয়ে ওরশ মোবারকের সূচনা হয়।
নিশান উত্তোলন করেন পীর কেবলা আলহাজ সৈয়্দ খাজা শাহ মোহাম্মদ শামীম শাহ। সকাল থেকেই হজরত বড়পীর আবদুল কাদের জিলানীর (রহ.) আশেকান, কাদরিয়া ভান্ডারের মুরিদান ও ত্বরীকতপন্থী ভক্তরা আসতে থাকেন। শুক্রবার ফজর নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশ মোবারকের সমাপ্তি হবে।