‘সুনাম অর্জন করেছে ইউএস বাংলা এয়ারলাইনস’

সঠিক সময়ে ফ্লাইট পরিচালনাসহ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে ইউএস বাংলা এয়ারলাইনস যাত্রীদের সুনাম অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফয়’স লেকে ইউএস বাংলা এয়ারলাইনস চট্টগ্রাম ও সিলেটের ট্রাভেল এজেন্টদের নিয়ে ‘রিকগনিশন কার্নিভাল’ উদ্বোধন করে এ কথা বলেন আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এ জন্য এরই মধ্যে পুরস্কারও পেয়েছে সংস্থাটি।
এ সময় অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ আবু জাফর, ইউএস বাংলার হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. শেখ সাদী শিশির, চট্টগ্রামের স্টেশন ইনচার্জ মো মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘স্কাই ফাস্ট ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে ২০১৪ সালে ১৭ জুলাই যাত্রা শুরু করে ইউএস বাংলা। এ পর্যন্ত প্রায় ১০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা অভ্যন্তরীণ রুটে বেসরকারি বিমান পরিবহনে মাইফলক বলে উল্লেখ করেন এর কর্মকর্তারা।
কার্নিভালে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, ফানুস ফেস্টিভাল, র্যাফল ড্রসহ নানা আয়োজন।