জাতীয় সংকটে জাপা সরকারের সঙ্গে কাজ করেছে

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হলেও জাতীয় সংকটে তাঁর দল সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।
আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় জিয়াউদ্দিন বাবলু এ কথা বলেন। মতবিনিময়কালে গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বাবলু।
জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘আমাদের দেশে এখনো সুশাসনের অভাব রয়েছে। অভাব রয়েছে বলেই প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। অভাব রয়েছে বলেই শিশু রাজন হত্যা হয়েছে। এ রকম চার-পাঁচটা শিশুকে পিটিয়ে মারতে আমরা দেখেছি।’
জাতীয় পার্টির নেতা বলেন, ‘এই যে খবরগুলো আসছে, অপঘাতে মৃত্যুর খবর, এটা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের যে ব্যর্থতা তারই একটি প্রকৃষ্ট প্রমাণ। এগুলো বন্ধ করতে হবে।’
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তনের ধারা চালু করতে হবে।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।